আনার হত্যা: শিমুলের সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করে কামাল

সংগৃহীত ছবি

আনার হত্যা: শিমুলের সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করে কামাল

নিজস্ব প্রতিবেদক

এমপি আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশে অপহরণ মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু।

শুক্রবার (১৪ জুন) আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। স্বীকারোক্তিতে বাবু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানা গেছে।

স্বীকারোক্তিতে বাবু জানায়, ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা মিন্টুর হয়ে ২ কোটি টাকায় এমপি আনার হত্যার জন্য শিমুল ভূঁইয়ার সাথে ডিল করেন কাজী কামাল।

পরে তার ফোনে এমপি আনারকে হত্যা করে ছবি পাঠানো হয়।

গত ৯ জুন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় এর আগে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক