প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য র‌্যালি 

আওয়ামী লীগ

প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য র‌্যালি 

দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে ‘বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা’ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার (২১ জুন) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে এ র‌্যালি ও শোভাযাত্রা শুরু হচ্ছে; যা শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।  

শোভাযাত্রায় অংশ নিতে এরই মধ্যে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত জনসভা হবে।

সেখানে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।  

রাজধানী ঢাকার উত্তর প্রান্ত থেকে কর্মসূচিতে যোগদান করতে আসা নেতাকর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্য ভবনের সড়ক এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কসমূহ ব্যবহারের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

news24bd.tv/আইএএম