মহাকাশে নভোচারী পাঠাচ্ছে বোয়িং

অবশেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোচারী পাঠাতে যাচ্ছে বোয়িং।

মহাকাশে নভোচারী পাঠাচ্ছে বোয়িং

অনলাইন ডেস্ক

বহু বছর ধরে বাধা পাওয়ার পর অবশেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোচারী পাঠাতে যাচ্ছে বোয়িং। বোয়িংয়ের স্টারলাইনার নামক ক্যাপসুল এই প্রথম মানুষকে মহাকাশে পাঠাচ্ছে। ক্যাপসুলে নাসার দুইজন পাইলট থাকবেন, যারা এক সপ্তাহ মহাকাশে থাকার সময় ক্যাপসুলটির দেখভাল করবেন। খবর এপির।

স্পেস শাটল কার্যক্রম বন্ধ করার পর নাসা মহাকাশে মানুষ পাঠাতে কোম্পানিগুলোর দ্বারস্থ হয়। এখন পর্যন্ত ইলন মাস্কের স্পেসএক্স নয়বার নাসার নভোচারীদের মহাকাশে পাঠিয়েছে, আর বোয়িং মাত্র দুইবার পরীক্ষামূলক উড্ডয়ন ঘটিয়েছে।

বোয়িংয়ের প্রোগ্রাম ম্যানেজার মার্ক নাপি হতাশা প্রকাশ করে বলেন, আমরা যদি আরেকটু এগিয়ে থাকতাম! যাই হোক, অবশেষে আমরা পেরেছি।

আগামী সোমবার (২০ মে) রাতে ক্যাপসুলটি মহাকাশের উদ্দেশ্যে পৃথিবী ত্যাগ করবে।

সফল হলে নাসা বোয়িং অথবা স্পেসএক্সের মধ্য থেকে যেকোনো একটিকে মহাকাশ অভিযানের জন্য বেছে নেবে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক