গাজার ধ্বংসস্তূপ অপসারণ করতে লাগবে ১৫ বছর

গাজার ধ্বংসস্তূপ অপসারণ করতে লাগবে ১৫ বছর

অনলাইন ডেস্ক

টানা ৯ মাসেরও বেশি সময় ধরে গাজা ভূখণ্ডে চালানো ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের এই আগ্রাসনে গাজা ভূখণ্ড পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, গাজায় যে মাত্রায় ধ্বংসযজ্ঞ চলছে, সেটার ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সময় লাগতে পারে প্রায় ১৫ বছর।  

জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির (ইউএনইপি) একটি গবেষণার বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকাটির পরিচ্ছন্নতার জন্য ৪০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ অপসারণ করতে হবে।

ইউএনআরডব্লিউএ আরও জানিয়েছে, বিভিন্ন অবকাঠামোর ধ্বংসাবশেষ গাজা উপত্যকার মানুষের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। কারণ এতে অবিস্ফোরিত বোমা এবং ক্ষতিকারক বিভিন্ন পদার্থ থাকতে পারে।

ইসরায়েলের আর্মি রেডিওর থেকে পাওয়া একটি তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে গাজায় এখন পর্যন্ত ৫০ হাজার বোমা ফেলা হয়েছে। যার মধ্যে ২-৩ হাজার বোমা এখনো অবিস্ফোরিত রয়ে গেছে।

(সূত্র: আল-জাজিরা)  

news24bd.tv/জেপি বর্মা/SC