হ্যারিস প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে: ট্রাম্প

সংগৃহীত ছবি

হ্যারিস প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নভেম্বরে হোয়াইট হাউসে নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নেভাদার লাস ভেগাসে তার বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।  


রিপাবলিকান মনোনীত এই প্রার্থী দাবি করেছেন যে হ্যারিস রাষ্ট্রপতি হিসাবে ইসরাইলকে "সম্পূর্ণ পরিত্যাগ" করবেন এবং "সন্ত্রাসী বাহিনী" পবিত্র ভূমি থেকে ইহুদিদের তাড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধ চালাবে।  

ট্রাম্প ইহুদিদের উদ্যেশ্য করে বলেন, "তিনি (হ্যারিস) রাষ্ট্রপতি হলে আপনাদের ( ইহুদি) পরিত্যাগ করা হবে।

" তিনি আরও বলেন, যদি সে প্রেসিডেন্ট হয়, ইসরায়েল আর থাকবে না।  

ট্রাম্প বলেছিলেন, তিনি গাজাসহ সন্ত্রাস-আক্রান্ত এলাকা থেকে শরণার্থীদের নিষিদ্ধ করবেন, হামাসপন্থী যারা সরকারি সম্পত্তি ভাংচুর করে তাদের গ্রেপ্তার করবেন এবং দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ইহুদি বিরোধী প্রচার ছড়ানো বিশ্ববিদ্যালয়গুলির জন্য অর্থায়ন ও স্বীকৃতি বাতিল করবেন।  

ট্রাম্প দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে হামাসে ৭ অক্টোবরের ইসরায়েলের উপর হামলা হত না। সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, তিনি অন্য কোনও মার্কিন রাষ্ট্রপতির চেয়ে ইসরায়েলের জন্য বেশি কাজ করেছেন।

সূত্র: আল জাজিরা

 

news24bd.tv/এসএম