যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন-ফ্রান্স

নতুন আরেকটি স্যাটেলাইট যৌথভাবে উৎক্ষেপণ করেছে চীন ও ফ্রান্স।

যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন-ফ্রান্স

অনলাইন ডেস্ক

মহাকাশে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার উদ্দেশ্যে নতুন আরেকটি স্যাটেলাইট যৌথভাবে উৎক্ষেপণ করেছে চীন ও ফ্রান্স। বিষয়টিকে এশিয়ার পরাশক্তির সাথে একটি পশ্চিমা শক্তির সহযোগিতার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপির।

চীন ও ফ্রান্স উভয় দেশের প্রকৌশলীদের তৈরি এই স্যাটেলাইটে চীনের দুইটি ও ফ্রান্সের দুইটি সহ মোট চারটি যন্ত্র রয়েছে, যার সাহায্যে মহাকাশে গামা রশ্মির বিকিরণ পরীক্ষা করা হবে।

গামা রশ্মি সাধারণত লাখ লাখ বছর ধরে পরিভ্রমণের পর পৃথিবীতে এসে পৌঁছায়।

চীনের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের একটি মহাকাশ কেন্দ্র থেকে লং মার্চ নামক রকেটের সাহায্যে শনিবার (২২ জুন) বিকেল ৩টায় স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠানো হয়। বিশাল আকৃতির নক্ষত্র যখন বিস্ফোরিত হয় তখনই মহাকাশে গামা রশ্মির বিকিরণ ঘটে।

news24bd.tv/ab