এক্স-এর লাইভস্ট্রিম ফিচার আর বিনামূল্যে থাকছে না

সংগৃহীত ছবি

এক্স-এর লাইভস্ট্রিম ফিচার আর বিনামূল্যে থাকছে না

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর ‘লাইভস্ট্রিম’ ফিচারটি, ‘প্রিমিয়াম পেওয়াল’-এর তালিকায় চলে যাচ্ছে। এর মানে হচ্ছে, সেবাটি আর ফ্রি ব্যবহার করা যাবে না।

এ সিদ্ধান্তের মাধ্যমে, শীর্ষ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে লাইভস্ট্রিম ফিচারের জন্য অর্থ নেওয়া প্রথম কোম্পানি হতে যাচ্ছে এক্স।

বর্তমানে ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে ফিচারটি বিনামূল্য ব্যবহার করা যায়।

কোম্পানিটি এক ঘোষণায় জানায়, “শুধু প্রিমিয়াম গ্রাহকরাই এক্স-এ লাইভস্ট্রিম করতে পারবেন, যা দ্রুতই চালু হতে যাচ্ছে। ”

একজন গ্রাহককে প্রতিমাসে এক্স প্ল্যাটফর্মের ‘বেসিক’, ‘প্রিমিয়াম’ ও ‘প্রিমিয়াম+’ সাবসক্রিপশন পরিষেবার জন্য যথাক্রমে ৩, ৮ ও ১৬ ডলার করে দিতে হয়।

news24bd.tv/DHL