মার্কিন স্যাটেলাইটের কক্ষপথে অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

সংগৃহীত ছবি

মার্কিন স্যাটেলাইটের কক্ষপথে অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক

পৃথিবীর কক্ষপথে আবর্তনকারী স্যাটেলাইট ধ্বংসের জন্য রাশিয়া অস্ত্রের ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট মোতায়েন করেছে বলে জানিয়েছে মার্কিন সরকার। মার্কিন সরকারের তথ্যমতে, গত বৃহস্পতিবার (১৬ মে) মস্কো থেকে ৮০০ কিলোমিতার দূরবর্তী প্লেসেতস্ক নামক উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি সয়ুজ রকেটের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে নয়টি স্যাটেলাইট পাঠিয়েছে রাশিয়ার, যার মধ্যে অন্য স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম কসমস ২৫৭৬ নামক স্যাটেলাইটও রয়েছে। খবর আল জাজিরার।  

মঙ্গলবার (২১ মে) মার্কিন প্রতিরক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন স্পেস কমান্ডের এক মুখপাত্র জানান, আমরা মনে করছি রাশিয়ার স্যাটেলাইটটি অন্য সব স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম।

মার্কিন স্যাটেলাইট যে কক্ষপথে রয়েছে সেটিতেই রাশিয়া তাদের স্যাটেলাইটটি পাঠিয়েছে।

বুধবার (২২ মে) যুক্তরাষ্ট্রের দাবিকে প্রত্যাখান করেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ। রাশিয়ান বার্তা সংস্থা তাস জানায়, রাশিয়া কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিরোধিতা করে আসছে বলে জানিয়েছেন রিয়াবকভ।

রিয়াবকভ আরও জানান, রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত স্টার্ট পরমাণু চুক্তি মেনে চলছে।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, রাশিয়া সকল আন্তর্জাতিক আইন মেনে চলছে। আমরা অনেকদিন ধরেই মহাকাশে অস্ত্র মোতায়েনের বিরোধিতা করে আসছি।

news24bd.tv/ab