কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে: ডিবি হারুন

নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের

নিরাপত্তার স্বার্থে

কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে: ডিবি হারুন

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে এই বিষয়টি সাংবাদিকদের কাছে জানান ডিবি প্রধান হারুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছিলেন এই আন্দোলনের অন্য দুই সমন্বয়ক সারজিস আলম ও আব্দুল হান্নান মাসুদ। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন সারজিস আলম।

এর আগে বিকেলে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বার্তায় জানান, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় তাকে, নাহিদ এবং বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ।  

তবে ডিবি প্রধান হারুন সাংবাদিকদের কাছে জানান, নিরাপত্তার স্বার্থেই কোটা আন্দোলনের তিন সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

news24bd.tv/জেপি বর্মা/SC