নাইজেরিয়ার ৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ

প্রতীকী ছবি

নাইজেরিয়ার ৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার ৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কো ব্যক্তিদের টার্গেট করে যৌন কেলেঙ্কারির ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়।  

বুধবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: মোবাইল ইন্টারনেট চালু হবে কবে জানালেন পলক

মেটা এক বিবৃতিতে জানিয়েছে, ইনস্টগ্রামের ৬৩ হাজার অ্যাকাউন্ট বন্ধসহ ১৩০০ ফেসবুক অ্যাকাউন্ট, ২০০ ফেসবুক পেজ এবং ৫৭০০ ফেসবুক গ্রুপ ব্ন্ধ করে দেওয়া হয়েছে।

কারণ এসব ফেসবুক পেজ থেকে প্রতারকরা বিভিন্ন তথ্য প্রচার করা হতো।  

মেটা আরও জানিয়েছে, এ ধরনের কার্যক্রম বন্ধে এবারই প্রথম কার্যক্রম গ্রহণ করা হয়নি, বরং বিষয়টি সম্পর্কে সচেতন করতে তারা এটি প্রকাশ্যে এনেছে।

news24bd.tv/কেআই