আইসিটি বিভাগের ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা চলছে

আইসিটি বিভাগের ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা চলছে

অনলাইন ডেস্ক

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে বন্ধ রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সামাজিক মাধ্যমগুলোর পাসওয়ার্ড জানেন একমাত্র সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিকে পলকের কাছ থেকে এখনো উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি এক গণমাধ্যমে তিনি বলেন, বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনও পাসওয়ার্ড উদ্ধার করা সম্ভব হয়নি। এখন প্রযুক্তি ব্যবহার করে পাসওয়ার্ড উদ্ধারের চেষ্টা করা হবে।

কয়েকদিন আগে আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড শুধু জানেন পলক।

নাহিদ ইসলাম বলেন, তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।  

news24bd.tv/TR