রুবিকস কিউব সমাধানের জন্য রোবট তৈরি করলো কিশোর

সংগৃহীত ছবি

রুবিকস কিউব সমাধানের জন্য রোবট তৈরি করলো কিশোর

অনলাইন ডেস্ক

মাত্র ১৩ বছর বয়সেই রোবট তৈরি করেছে এক কিশোর। রোবটের কাজ রুবিকস কিউব (রুবিকস কিউব হল একটি ত্রিমাত্রিক যান্ত্রিক ধাঁধা) সমাধান করা। রোবটটি তৈরি করেছেন রুয়ার্ক নামের একজন কিশোর।  

আয়ারল্যান্ডের অধিবাসী রুয়ার্ক উত্তর বেলফাস্টের সেন্ট মালাচিস স্কুলে পড়াশোনা করছেন।

তিনি মাত্র ১২ বছর বয়সে ধাঁধা-সমাধানকারী রোবট প্রোটোটাইপ তৈরির পদক্ষেপ নিয়েছিলেন। রোবটটি বানানো সম্ভব হয়েছে কারণ তার স্কুল গত বছর সৃজনশীল ডিজিটাল প্রযুক্তি হাব চালু কররেছিল।  

রুয়ার্কের শিক্ষক ক্লেয়ার ম্যাকগ্রা জানান, তিনি প্রথমে বিশ্বাস করেননি যে রুয়ারকের রোবটটি কাজ করবে।

রুয়ার্ক বিবিসি নিউজ এনআইকে বলেছেন, তিনি এটিকে আরও ভাল করার জন্য কাজ করেছেন।

তিনি আরও বলেন, "লোকেরা অবাক হয় যে রোবটটি রুবিকস কিউব সমাধান করতে পারে। " 

এই কিশোর জানিয়েছেন, তিনি ভবিষ্যতে নিজেকে একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।  

রুয়ার্কের রোবটটি পাইথন কোডের ব্যবহার করে এবং রঙ সেন্সর ব্যবহার করে যে কোনো রুবিকস কিউব সমাধান করতে পারে। সূত্র: বিবিসি

news24bd.tv/এসএম


 

এই রকম আরও টপিক