ইতিহাস গড়া নাসাউ কাউন্টি স্টেডিয়াম ভেঙে তৈরি হচ্ছে পার্ক

ইতিহাস গড়া নাসাউ কাউন্টি স্টেডিয়াম ভেঙে তৈরি হচ্ছে পার্ক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে ক্রিকেট খুব একটা পরিচিত খেলা না হওয়াতে সেখানকার মানুষের ক্রিকেট স্টেডিয়াম নিয়েও কোনো মাথাব্যথা নেই বললেই চলে।
এমনকি যুক্তরাষ্ট্রের অধিকাংশ খেলোয়াড়ই পেশাদার ক্রিকেটে খেললেও তাদের আছে অন্য পেশা।

এমন একটি দেশে টি২০ বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হওয়ায় সেখানে নতুন করে তৈরি হয় ক্রিকেট স্টেডিয়াম।

সেখানকার একটি ভেন্যু ইতিহাসই গড়েছে বলা চলে।

বেশ আলোচিত-সমালোচিত নাসাউ ক্রিকেট কাউন্টি স্টেডিয়ামকে দেশটিতে ক্রিকেটের প্রথম সম্পূর্ণ অস্থায়ী মাঠ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের যে তিনটি ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, তার একটি নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। যেটি মূলত একটি পার্কে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল। এবার সেটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মার্কিন সাংবাদিক পিটার দেল্লা পেনা আজ বৃহস্পতিবার (১৩ জুন) তার এক্স অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন।

সেখানে ছবির ক্যাপশনে পিটার দেল্লা বলেন, ‘আইসেনহাওয়ার পার্কে তৈরি হওয়া নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম সরিয়ে নেওয়া হবে। বিদায় নাসাউ স্টেডিয়াম। আমরা মনে রাখব তোমাকে। ’

উল্লেখ্য, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী নাসাউ কাউন্টি স্টেডিয়াম নির্মাণে কর্তৃপক্ষের ১০৬ দিন বা সাড়ে তিন মাস সময় লেগেছিলো। বর্তমানে এটিকে সরাতে ৪২ দিন বা প্রায় দেড় মাস সময় লাগবে।

স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি করা মাঠের কাঠামো সরানো হলেও এ নিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ কিছুই জানায়নি।

news24bd.tv/SC