মোবাইল ডাটা দিয়ে ফেসবুকে ঢোকা যাচ্ছে না

ফাইল ছবি

মোবাইল ডাটা দিয়ে ফেসবুকে ঢোকা যাচ্ছে না

অনলাইন ডেস্ক

দেশে বিভিন্ন এলাকায় মোবাইল ডাটা ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ঠিকই ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।

চলমান কোটা আন্দোলনের মধ্যে গতকাল মঙ্গলবার রাত থেকে এ সমস্যা শুরু হয়েছে বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে প্রবেশ করা যাচ্ছিল না।

এছাড়া বিভিন্ন টেস্টিং সাইট থেকে পরীক্ষা করে দেখা গেছে, দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ডেটা ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না।

জানা গেছে, গত ১৪ জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়। এতে ওই এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা পাওয়া যায়নি। পরদিন ১৫ জুলাই সকাল সাতটা পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ ছিল।

news24bd.tv/SHS