বসনিয়ায় একটি বিদ্যালয়ে গুলি, নিহত ৩

ছবি: রয়টার্স

বসনিয়ায় একটি বিদ্যালয়ে গুলি, নিহত ৩

অনলাইন ডেস্ক

বসনিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সানস্কিতে একটি বিদ্যালয়ে গুলিতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার (২০ আগস্ট) সকালে ওই বিদ্যালয়ের একজন স্টাফ গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেন। হত্যাকারী নিজেও ওই বিদ্যালয়ে চাকরি করতেন। গুলি চালানোর পরে তিনি নিজে আত্মহত্যা করতে চাইলে আহত হন।

স্থানীয় পুলিশ অফিসার আদনান বেগানভিস জানান, সকাল ১০ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী একটি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালান। এতে বিদ্যালয়টির পরিচালক, সেক্রেটারি এবং একজন নারী শিক্ষক নিহত হন। হত্যাকারী নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলো।

কিন্তু তাকে আহত অবস্থায় আটক করে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মি. আদনান আরও জানান, আমরা ঘটনার তদন্ত করছি।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন ছুটির জন্য বিদ্যালয় বন্ধ। তাই এই ঘটনায় কোনো ছাত্রছাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় টিভি এন-১ একজন প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে জানায়, হামলাকারী ওই ব্যক্তির সাথে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বেশকিছুদিন থেকে একটা সমস্যা চলছিলো। মূলত, এমন ক্ষোভ থেকেই তিনি এইধরনের কাজ করতে পারেন বলে ধারণা।

সূত্র: সিএনএন

news24bd.tv/JP

এই রকম আরও টপিক