পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে নাগরিকদের সতর্কতা যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে নাগরিকদের সতর্কতা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

নিরাপত্তা ঝুঁকির কারণে আমেরিকান নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম (খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান) অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট- ব্যুরো অফ কনসুলার অ্যাফেয়ার্স। বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট।

চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিবেশে পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে বিবৃতিতে। সেইসঙ্গে যেকোনো ধরণের জমায়েত এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট।

মূলত সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের উপর এই সতর্কতা জারি করে দেশটি।  

বিবৃতিতে, জনবহুল এলাকাগুলোতে পকেটমার থেকে সাবধান থাকতে বলা হয়েছে। এছাড়া ছিনতাই, চুরি, হামলা, এবং অবৈধ মাদক পাচারের মতো অপরাধের বিষয়েও সাবধান করা হয়েছে। বিদেশিদের লক্ষ্য করে হামলার কোনো ইঙ্গিত নেই বলেও জানিয়েছে বিবৃতিটি।

এর আগে গত জুলাইয়ে পরিস্থিতির বিবেচনায় রেখে ভ্রমণ সতর্কতা দিয়েছিলো দেশটি।

news24bd.tv/এসএম