সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সরকার সমর্থন করে না: নাহিদ ইসলাম

সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সরকার সমর্থন করে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক এটা সরকারও সমর্থন করে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে জুলাই গণহত্যার সাথে যারাই জড়িত থাকবে প্রমাণসাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই আন্দোলনে সাংবাদিক মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন ৯৮ জন। সাংবাদিক মারা যাওয়ার বিষয়ে এটা প্রাথমিক তালিকা।

তিনি বলেন, একটি সংস্কার গণমাধ্যম কমিশন গঠন করা হবে। স্বাধীনভাবে যাতে গণমাধ্যম কর্মীরা কাজ করতে পারে সেগুলো নিয়ে কাজ করবে এই কমিশন।

নাহিদ ইসলাম আরও বলেন, সমন্বয়কদের নাম ব্যবহার করে সারাদেশে চাঁদাবাজি হচ্ছে। সে ব্যাপারে অত্যন্ত কঠোর আমরা।

আমার এবং আমার পরিবারের নাম ব্যবহার করে সরকারি কর্মচারীরাও চাঁদাবাজি করছে।

এই উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে। জুলাই মাসজুড়ে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে তাদের মনোবল ভেঙে গেছে।  এটা ফিরে আসতে সময় লাগবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি সেটা ঠিক। তবে শিগগিরই তা ফিরে আসবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক