ইঁদুর তাড়াতে সংসদে বিড়াল মোতায়েন করবে পাকিস্তান

সংগৃহীত ছবি

ইঁদুর তাড়াতে সংসদে বিড়াল মোতায়েন করবে পাকিস্তান

অনলাইন ডেস্ক

সংসদ ভবন থেকে ইঁদুর তাড়াতে শিকারি বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আর এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১২ লাখ রুপি। সোমবার (১৯ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

সংসদ ভবন থেকে ইঁদুর তাড়াতে ইতোমধ্যে এই বিলটি পাশ করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জানিয়েছে, কিছু শিকারি বিড়াল সংসদ ভবনের ভিতর ছেড়ে দেওয়া হবে। এই বিড়ালগুলি ইঁদুর ধরতে বেশ পটু। এছাড়াও ইদুরের বংশ বিস্তার রোধে সংসদ ভবনে বিশেষ ফাঁদ পাতা হবে।

সংশ্লিষ্ট  কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ইঁদুরের অত্যাচারে সংসদ ভবনে কোনো কাগজপত্র রাখা যাচ্ছেনা।

জাতীয় সংসদের ভিতরে বেশকিছু অফিসের কাগজপত্র ইঁদুরে কেটে নষ্ট করে ফেলেছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইঁদুর এবং ফাঁদ ছাড়াও আমরা বেসরকারি সেক্টর থেকে বেশ কিছু দক্ষ জনবল নিয়োগ করবো যারা বিড়ালের পাশপাশি ইঁদুর তাড়াতে কাজ করবে।

সূত্র: জিও নিউজ

news24bd.tv/JP