ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শন করলেন হেফাজত নেতারা

ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শন করলেন হেফাজত নেতারা

নিজস্ব প্রতিবেদক

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন মিডিয়া অফিস পরিদর্শনে আসেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসেন কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ আজাদী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী, কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুল মালেক, কেন্দ্রীয় নেতা মুফতি ফয়সাল হাবিবি।  

বুধবার (২১ আগস্ট) দুপুরে হেফাজত নেতারা পরিদর্শনে আসেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বাগত জানান।  হেফাজত ইসলামের নেতারা ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের ডেপুটি এডিটর হায়দার আলী, রেডিও ক্যাপিটাল এর ইনচার্জ রুহুল আমিন রাসেল, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক আতাউর রহমান কাবুল, প্রডিউসার জোবায়ের হোসেন নোবেল, বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ইনচার্জ শামসুল হক রাসেল, ডেইলি সানের হেড অফ বিজনেস আরিফিন নাজমুল, কালের কন্ঠের প্রশাসন বিভাগের মহিউদ্দিন রাজিব, বাংলাদেশ প্রতিদিনের প্রশাসন বিভাগে মোশাররফ হোসেন সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিকবৃন্দ। তারা হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং নিন্দা জানান।

গত সোমবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একাধিক গণমাধ্যমের আসবাবপত্র ও বেশ কিছু যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায় তারা।

তবে হামলার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের কেউ জড়িত নয় বলে মনে করছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিকরা।

news24bd.tv/কেআই

এই বিভাগের পাঠকপ্রিয়