ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহরের পুরাতন বাস টার্মিনালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। যেখানে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের অধীন সাতটি মিডিয়ার নড়াইলে কর্মরত প্রতিনিধিরা, সাংবাদিকমহল, শিক্ষার্থী, সাধারণ মানুষেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গনমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যা স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। গণমাধ্যমের ওপর হামলাকারী এসব দুর্বৃত্তরা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা গণতান্ত্রিক যাত্রাকে নস্যাৎ করতে চায়, গণমাধ্যমের কণ্ঠরোধ করে দেশকে অস্থিতিশীল করে পেছনে নিয়ে যেতে চায়।

ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে সন্ত্রাসী হামলা সেই চক্রান্তের অংশ উল্লেখ করে বক্তারা ঘৃণিত এ হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দাবি জানান, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির।

এর আগে, গতকাল সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে কর্মরত সাংবাদিকরা জানান, সোমবার দুপুর সোয়া ২টার দিকে হামলা চালায় দুর্বৃত্তরা। আকস্মিকভাবে একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। তাদের হাতে ছিল লাঠিসোটা।

তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক ভেতরে ঢোকে। এরপর ভাঙচুর শুরু করে। দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। সেখানে টেবিল, কম্পিউটার, এসি সবকিছু ভাঙচুর করে।

বাইরে এসে মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০ থেকে ২৫টি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। মিডিয়া ভবনের কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলে। এতে গোটা মিডিয়া হাউজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশাপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও অবস্থিত।

news24bd.tv/SHS