বেনজীর-মতিউর ও তাদের স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব চেয়েছে দুদক

বেনজীর-মতিউর ও তাদের স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

এবার পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সাথে সরকারি এই দুই কর্মকর্তার স্ত্রী-সন্তানদের সম্পদের তথ্যও চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে ২১ কর্মদিবসের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। দুদক আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দিলে শাস্তির ব্যবস্থাও রয়েছে।

এর আগে বেনজীরকে দুদফা তলব করা হলেও হাজির হননি তিনি। তার পরিবারের সদস্যও দুদকের তলবে সাড়া দেয়নি। অন্যদিকে মতিউর পরিবারকে এখন জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠানো হয়নি। জানা গেছে শিগগিরই নোটিশ পাঠানো হবে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক