মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের টাকা ফেরত দেয়ার নির্দেশ

সংগৃহীত ছবি

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের টাকা ফেরত দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়া যেতে না পারা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের টাকা প্রমাণ সাপেক্ষে ১৮ জুলাইয়ের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) এ নির্দেশনার কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। কেউ টাকা ফেরত না দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আগামীতে মালয়েশিয়াসহ যেই শ্রমবাজারই খুলবে সেখানে, এই ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে।

এর আগে গত ২ জুলাই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থতার কারণ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ‘দ্রুত বিষয়টি নিষ্পত্তির’ সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

গেল ৩১ মে বাংলাদেশসহ ১৪ টি দেশের সাথে শ্রমিক নেয়ার চুক্তি শেষ হয় মালয়েশিয়ার। আর এতে বাংলাদেশে আটকা পড়েন অন্তত ১৭ হাজার ৭৭৭ জন মানুষ। এত মানুষ বিদেশে না যেতে পারার কারণ এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করে তদন্ত কমিটি।

 ২৩ জুনের মধ্যে তাদের প্রতিবেদন দেয়ার কথা ছিলো।

news24bd.tv/FA