মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড 

মো. হাবিবুর রহমান

মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড 

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতা মো. হাবিবুর রহমান (৪০) কে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

আজ বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা এ আদেশ দেন।

দণ্ডিত হাবিবুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট সংলগ্ন কুমড়াকান্দি এলাকার জোনাব আলীর ছেলে।

সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ তাকে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন হাবিবুর।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১লা মে ফরিদপুর র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় হাবিবুর রহমান কে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো বিক্রি করায় তার পেশা ছিল।

 

news24bd.tv/কেআই