নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ জুন) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এ দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন ছাড়াও আসামিকে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় প্রদানকালে আসামি মহর আলী পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মহর আলী। তিনি ঝিনাইদহের মহেশপুর থানার সামাটা পাটিপাড়া গ্রামের মৃত হুজুর আলীর ছেলে। ২০১২ সালের ২৬ জুন নড়াইল সদর উপজেলার চুনখোলা এলাকা থেকে একই উপজেলার তাঁরাপুর গ্রামের মিলন শেখ নামে একজনসহ মোটরসাইকেলে ৫০ বোতল ফেন্সিডিল বহনকালে মির্জাপুর ফাঁড়ি পুলিশের অভিযানে আটক হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলেও তদন্তে মিলন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বাদ দিয়ে মহর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মহর আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।  

news24bd.tv/SHS