কোটা আন্দোলনে বাধা দিতে সূর্যসেন হলে ছাত্রলীগের তালা!

সংগৃহীত ছবি

কোটা আন্দোলনে বাধা দিতে সূর্যসেন হলে ছাত্রলীগের তালা!

নিজস্ব প্রতিবেদক

কোটা বিরোধী আন্দোলনে না যাওয়ার জন্য সূর্যসেন হলগেটে তালা দেয় হল ছাত্রলীগের পদপ্রার্থী নেতারা। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কোটা বিরোধী আন্দোলনকারীরা হল থেকে বের হচ্ছিল। এ সময় হল ছাত্রলীগের নেতাকর্মীরা হলের মূল ফটকে তালা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা হল থেকে কোটা বিরোধী আন্দোলনে যোগ দিতে বের হচ্ছিলাম।

তখন হল ছাত্রলীগের ক্যান্ডিডেটরা আমাদের বের হতে বাঁধা দেয়। তারা হলের গেটে তালা লাগিয়ে দেন। এরপর সাড়ে এগারোটার দিকে হলগেটের কর্মচারীরা গেটের তালা খুলে দেয়। তারপর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বের হতে শুরু করে।

হলে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে জেনে ১১টা ৫০-এ কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সূর্যসেন হলের দিকে যায়। পরে আন্দোলনকারীরা মূল ফটক খুললে হলের ভেতরে থাকা আন্দোলনকারীরা বের হয়। পরে মিছিল নিয়ে সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, উপাচার্যের বাসভবন, রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ এসে অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা কোটা বাতিল এবং ২০১৮-এর পরিপত্র বহালের দাবিতে নানা স্লোগান দেন।

news24bd.tv/DHL