কোটা আন্দোলন: চতুর্থ দিনের মতো ঢাবিতে চলছে কর্মসূচি

কোটা আন্দোলন: চতুর্থ দিনের মতো ঢাবিতে চলছে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে হাইকোর্টের রায় নিয়ে আপিল শুনানি পেছানোর সিদ্ধান্তের পরই বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় কোটাবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

শিক্ষার্থীরা ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত অন্যান্য কোটা বাতিল বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এসময় কোটা ব্যবস্থা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

news24bd.tv/FA