গভীর রাতে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ

গভীর রাতে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

কোটা বাতিল আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল থেকে বের করে অমর একুশে হলের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ জুলাই) রাত ১২টার দিকে অমর একুশে হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে জড়ো হয়ে সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন তারা।

পরে রাত ১টার দিকে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ ঘটনাস্থলে এসে সারজিসকে হল থেকে বের করা হবে না মর্মে নিশ্চয়তা দিলে শিক্ষার্থীরা অবস্থান তুলে নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সারজিসের দাবি, কোটাবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় তাকে অমর একুশে হল শাখা ছাত্রলীগের কমিটির নেতারা হল থেকে বের করে দেন।

এদিকে অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, 'আমরা কাউকে হল ছাড়তে বাধ্য করিনি। হলে কে থাকবে, কে থাকবে না সেটা হল কর্তৃপক্ষ ঠিক করে। 'কাউকে হল ত্যাগ করতে বাধ্য করার জন্য আমরা কোনো নির্দেশ দেইনি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক