জুলাইয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জুলাইয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জুলাইয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বিদ্যুৎ বিভাগের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা জুলাই মাসেই নেপালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২০ বছর একই দরে বিদ্যুৎ পাওয়া যাবে।

তিনি বলেন, গ্যাস ও কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুতের দাম স্থিতিশীল নয়। কয়লা ও গ্যাসের দাম ওঠা-নামার সঙ্গে দাম কমবেশি হয়। যে গ্যাস ৭ ডলারে কিনেছি একই পরিমাণ গ্যাস ৬৭ ডলার দিয়ে কিনতে হয়েছে। এতে পেট্রোবাংলার ৩৫ হাজার কোটি টাকা বেশি খরচ হয়েছে।

গত ১১ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন দেন। নেপাল থেকে আসবে জলবিদ্যুৎ যা মূলত বর্ষা মৌসুমে আসবে। আর শীতের সময় পানি শুকিয়ে যায় যে কারণে জলবিদ্যুতের উৎপাদন কোথাও কমে যায় ও কোথাও বন্ধ হয়ে যায়। চলতি বছরের বর্ষা মৌসুমে এই বিদ্যুৎ দেশে আসার সম্ভাবনা অনেক কম। নেপালের ওই বিদ্যুৎ আসবে ভারত ঘুরে।

news24bd.tv/DHL