টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পিছিয়ে পড়ছে বিশ্ব

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পিছিয়ে পড়ছে বিশ্ব

অনলাইন ডেস্ক

২০১৫ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর বেশিরভাগের ক্ষেত্রে পথ হারিয়েছে বিশ্ব। যেমন- দারিদ্র্য এবং ক্ষুধা মোকাবেলা।

অর্থায়নের ঘাটতি, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং কোভিড-১৯ মহামারীর কারণে এমনটি হয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের বার্ষিক টেকসই উন্নয়ন প্রতিবেদনে ১৭টি ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ বাস্তবায়নে ১৯৩টি সদস্য রাষ্ট্রের কর্মক্ষমতাকে স্থান দেয়।

যার মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতি, পরিচ্ছন্ন শক্তি প্রদান এবং জীববৈচিত্র্য রক্ষা করা।

এতে দেখা গেছে, ১৭টির একটিও ২০৩০ সালের মধ্যে পূরণ হওয়ার পথে ছিল না। বেশিরভাগ লক্ষ্যমাত্রা ‘সীমিত বা অগ্রগতির বিপরীত’।

এটি দেশগুলোকে দীর্ঘস্থায়ী অর্থায়নের ঘাটতি মোকাবেলা করার জন্য এবং জাতিসংঘের ব্যবস্থাকেও সংশোধন করার আহ্বান জানিয়েছে।

ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (এসডিএসএন) এর ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিবেদনের প্রধান লেখক গুইলাম লাফরচুন বলেছেন, ‘প্রতিবেদনটি যা দেখাচ্ছে তা হলো মহামারী আঘাতের আগেও, অগ্রগতি খুব কম ছিল। '

তিনি বলেন, ‘একবার মহামারী আঘাত, এবং যুদ্ধ সহ অন্যান্য সংকট - তারপর এটি স্থবিরতার গল্প। ’

প্রতিবেদনে ক্ষুধা মোকাবেলা, টেকসই শহর নির্মাণ এবং ভূমি ও পানিতে জীববৈচিত্র্য রক্ষাকে দুর্বলতার বিশেষ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ফিনল্যান্ড, সুইডেন এবং ডেনমার্ক দেশের তালিকার শীর্ষে রয়েছে এবং চীনও গড় অগ্রগতির চেয়ে দ্রুত এগিয়েছে, তবে বিশ্বের দরিদ্র দেশগুলো পিছিয়ে পড়েছে।

লাফরচুন বলেছে, উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক অর্থে আরও অ্যাক্সেসের প্রয়োজন, ক্রেডিট রেটিং এজেন্সির মতো প্রতিষ্ঠানগুলোকে শুধু স্বল্পমেয়াদী তারল্যের পরিবর্তে একটি দেশের দীর্ঘমেয়াদী পরিবেশগত এবং অর্থনৈতিক মঙ্গল বিবেচনায় নেওয়ার জন্য উৎসাহিত করা উচিত।