সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালালো ইসরায়েল

সংগৃহীত ছবি

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালালো ইসরায়েল

অনলাইন ডেস্ক

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো বিমান হামলায় দুইজন নিহত এবং একজন সৈন্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোলান মালভূমি থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ছোঁড়া ক্ষেপনাস্ত্রগুলোকে আটকে দিতে সক্ষম হয়েছে।

বিগত কয়েক বছর ধরে সিরিয়ায় অবস্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েল হামলা চালিয়ে আসলেও গত অক্টোবরে হামাসের সাথে যুদ্ধ শুরুর পর থেকে এই হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক