আবারও রিমান্ডে কেজরিওয়াল

আবারও রিমান্ডে কেজরিওয়াল

অনলাইন ডেস্ক

দিল্লির মুখ্যমন্ত্রী ও ভারতের আম আদমি পার্টি (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দেশটির আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। তারই প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় কেজরিওয়ালকে। যদিও আদালত তাকে জিজ্ঞাসাবাদ শুরুর অনুমতি দেওয়ার পরই সিবিআই তাকে গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার দিল্লির রাউজ অ্যাভিনিউয়ের জেলা আদালত কেজরিওয়ালকে জামিন দিয়েছিলেন। শনিবার তিহার কারাগার থেকে তার মুক্তির কয়েক ঘণ্টা আগে ইডি তার জামিন আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়।

তাদের যুক্তি শুনে দিল্লি হাইকোর্ট এক মৌখিক আদেশে কেজরিওয়ালের জামিন স্থগিত করেন।

কেজরিওয়ালের এই গ্রেপ্তারের ঘটনায় পুনরায় প্রতিবাদ জানান তার আইনজীবীরা। তারা সিবিআইয়ের হাতে কেজরিওয়ালের গ্রেপ্তারির বিরোধিতা করে আদালতে বলেন, ‘কেন্দ্রীয় সংস্থা পক্ষপাতদুষ্ট কাজ করছে। ’

কেজরিওয়ালের পরিবারের পক্ষ থেকে এই মামলায় হঠাৎ করে সিবিআই জড়িত হওয়াকে ভালোভাবে দেখা হচ্ছে না। পুরো বিষয়টিকে একটি স্পষ্ট চক্রান্ত বলে অভিযোগ করেছেন কেজরিওয়ালের স্ত্রী।

তিনি দাবি করেন, গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় ‘পুরো সিস্টেম’ কেজরিওয়ালকে কারাগারে আটকে রাখতে চাইছে।

news24bd.tv/SC