অপ্রাপ্তবয়স্ক শিশুদের শরীরে ক্ষতিকর ধাতু পরীক্ষা করবে বিবিএস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএস।

অপ্রাপ্তবয়স্ক শিশুদের শরীরে ক্ষতিকর ধাতু পরীক্ষা করবে বিবিএস

নিজস্ব প্রতিবেদক

সুস্থ নারী ও শিশু সমাজ গড়ে তুলতে দেশব্যাপী প্রথমবারের মতো পাঁচ বছরের কম বয়সী শিশুদের রক্তে সীসা ও মেটাল পরিস্থিতি পরীক্ষা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএস। একইসঙ্গে গর্ভবতী নারীদের অ্যানিমিয়া পরীক্ষাসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে জরিপ পরিচালনা করবে সংস্থাটি। বিবিএস এর মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-৭ এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে এসব কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১১ জুন) বিবিএস সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, দক্ষতা ও আন্তরিকতার সাথে জরিপ কাজ করতে হবে মাঠ পর্যায়ে।

তথ্য সঠিকভাবে সংগ্রহ না হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

এসময় নারী ও শিশুদের শারীরিক অবস্থা না জানতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলে জানান বক্তারা।

পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব শাহনাজ আরেফিন, ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab