চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রোববার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা জাবিন মাহবুব, সাবেক নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

পরে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে প্রবীণ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংবর্ধনা, আলোচনাসভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কনসার্ট অনুষ্ঠিত হয়।

news24bd.tv/SC