‘আওয়ামী লীগের অনেক তারকা রাজনীতিবিদ দল ছাড়ার পর নিভে গেছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘আওয়ামী লীগের অনেক তারকা রাজনীতিবিদ দল ছাড়ার পর নিভে গেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন— তারা ভুল করেছেন। আওয়ামী লীগে থাকতে তারকা থাকলেও দল ছাড়ার পর সেই তারা আর জ্বলেনি, নিভে গেছে। ’

রোববার (২৩ জুন) বিকেলে ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৃত্যু ভয়ে ভীত না হয়ে দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে প্রতিষ্ঠাবার্ষিকীতে আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সংগঠন শক্তিশালী থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না।

’ দলীয় কর্মীদের তিনি বলেন, ‘অর্জন করতে হবে মানুষের আস্থা বিশ্বাস। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজ বিশ্ব দরবারে বাংলাদেশ রোল মডেল হয়েছে এবং মাথা উঁচু করে চলছে। এই চিন্তা চেতনা মাথায় রেখেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ’  

প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হককে স্মরণ করে আওয়ামী লীগ ৪৩ বছরের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বাঙালির সকল অর্জনেই ওতপ্রোতভাবে জড়িত আওয়ামী লীগ।

জন্ম থেকে আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের কারণেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সব সময় মানুষের সুখে-দুখে পাশে ছিল সংগঠনটি। কিন্তু বারবার এই দলকে আঘাত করা হয়েছে, নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে; কিন্তু যতবারই আঘাত এসেছে, দলটি ততবারই জেগে উঠেছে। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে, তারা সন্ত্রাসবাদ, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, দুর্নীতি করেছে। তারা জনগণের শক্তি ভুলে গিয়েছিল। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। ’

শেখ হাসিনা বলেন, ‘মুজিব আদর্শের সৈনিকরা কখনো পরাভব মানে না। ’ এ সময় তিনি সংগঠন মজবুত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি তাগিদ দেন।  

দলের প্লাটিনাম জুবলিতে স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট সমাজ গঠনে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক