মুক্তিযোদ্ধা কোটা বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের

সংগৃহীত ছবি

মুক্তিযোদ্ধা কোটা বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদ এবং মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অংশ নেন শতাধিক সাধারণ শিক্ষার্থী। কোটা বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের 'কোটা প্রথা বাতিল চাই', বৈষম্য মানি না, মানবো না', 'কোটার বিরুদ্ধে লড়াই হবে লড়াই চাই' ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, কোটা নয় বরং মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে তারা মেধার সঠিক মূল্যায়ন পেতে চান। কোটা পদ্ধতিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হলে সেটা সাধারণ চাকরি প্রত্যাশীদের মেধার অবমূল্যায়ন বলে মনে করছেন তারা।

মানববন্ধন শেষে কোটা পদ্ধতি বাতিল না হলে আগামী মঙ্গলবার (১১ জুন) বৃহৎ পরিসরে আন্দোলনের ঘোষণা দেন তারা।

news24bd.tv/FA