ফিলিস্তিনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে উন্নয়নশীল বিশ্বের চাপ

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে উন্নয়নশীল বিশ্বের চাপ

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনকে জাতিসংঘের পুর্ণাঙ্গ সদস্য করার ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে উন্নয়নশীল আটটি দেশের জোট ডি-৮। এই মুহূর্তে ফিলিস্তিন জাতিসংঘের সদস্য নয় কিন্তু পর্যবেক্ষণকারী রাষ্ট্র হিসেবে নিয়োজিত আছে। খবর রয়টার্সের।

ইস্তাম্বুলে এক বৈঠকে ডি-৮ ভুক্ত দেশ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক উন্নত বিশ্বের দেশগুলোকে ইসরায়েলকে অস্ত্র না দিতে আহ্বান জানায়।

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করার প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবটির ওপর ভেটো দিয়ে রেখেছে।

ফিলিস্তিনের গাজায় সাত মাস ধরে চলা যুদ্ধ এবং পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির বিস্তৃতির মধ্যেই মধ্যপ্রাচ্যের এই দেশটিকে জাতিসংঘের সদস্য করার প্রক্রিয়া শুরু হয়েছে।

news24bd.tv/ab