রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট আকাশে চক্কর খেল উড়োজাহাজ

একটি উড়োজাহাজ

রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট আকাশে চক্কর খেল উড়োজাহাজ

অনলাইন ডেস্ক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর শিয়ালের দখলে থাকায় নামতে পারছিল না ফ্লাইট। আকাশে চক্কর খাচ্ছিল। শিয়াল তাড়িয়ে দেওয়ার প্রায় ২৫ মিনিট পর ওই উড়োজাহাজ বিমানবন্দরে অবতারণ করে। আজ শুক্রবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে।

 

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ডি উড়োজাহাজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে সৈয়দপুরে পৌঁছায়। কিন্তু রানওয়েতে একটি শেয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখে পাইলট আকাশে চক্কর দিতে থাকেন।  

তিনি আরও বলেন, পাইলটের কাছে জানার পর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দিলে প্রায় ২৫ মিনিট পর পৌনে ৯টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

আতিকুল ইসলাম নামে ওই ফ্লাইটের এক যাত্রী গণমাধ্যমকে বলেন, সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পাইলট উড়োজাহাজ আবার ওপরে তোলেন। এরপর ২৫ মিনিট ধরে আকাশে চক্কর দিতে থাকেন। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইটটি অবতরণ করার পর তাঁরা জানতে পারেন বিমানবন্দর রানওয়েতে নামার সময় একটি শিয়াল নজরে আসায় পাইলট ফ্লাইটটি অবতরণ না করিয়ে এভাবে চক্কর দিচ্ছিলেন।  

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, ‘বিষয়টি বড় ধরনের কিছু না। ঘটনাটি জানার পর নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ’

news24bd.tv/আইএএম