বিতর্কের জেরে বদলি হলেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক

সুপ্লব কুমার ঘোষ

বিতর্কের জেরে বদলি হলেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক

অনলাইন ডেস্ক

বিতর্কের জেরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষকে অবশেষে বদলি করা হয়েছে। সাংবাদিকদের বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞাসহ নানা বিতর্কিত কাজে জড়িয়েছেন তিনি।

সুপ্লব কুমারের স্থলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (এটিএম) এ কে এম বাহাউদ্দিন জাকারিয়াকে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক পদে ন্যস্ত করা হয়েছে।

সোমবার বেবিচকের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্লব কুমার ঘোষকে বর্তমানে ব্যবস্থাপক পদ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগদানের কথা ছিলো তার। বদলির আদেশ অনুযায়ী নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সুপ্লব কুমার ঘোষ।

জানা গেছে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক থাকা অবস্থায় সুপ্লব কুমার ঘোষ নানা বিতর্কিত ঘটনার জন্ম দেন। সাংবাদিকদের বিমানবন্দরে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে তার অসৌজন্যমূলক আচরণের কথাটি বিভিন্ন সময় মন্ত্রীর কানেও দেওয়া হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক