দিল্লীর শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু

দিল্লীর একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি নবজাতকের মৃত্যু হয়েছে।

দিল্লীর শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু

অনলাইন ডেস্ক

দিল্লীর একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) রাতে পূর্ব দিল্লীর বিবেক বিহার এলাকায় অবস্থিতি একটি শিশু যত্ন হাসপাতালে এ আগুন লাগে। খবর এনডিটিভির।

দিল্লী ফায়ার সার্ভিস জানায়, আমরা রাত ১১তা ৩২ মিনিটের দিকে ফোন পাই।

সাথে সাথে ১৬ জন অগ্নিনির্বাপণকারী ঘটনাস্থলে ছুটে যায়। হাসপাতালটির দোতলা থেকে ১২টি নবজাতককে জীবিত উদ্ধার করা গেলেও চিকিৎসা নেয়ার সময় সাতটি নবজাতকের মৃত্যু হয়।

এই মুহূর্তে পাঁচটি নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

হাসপাতালটির মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

অগ্নিকাণ্ডের ঘটনাকে হৃদয়বিদারক বলেছেন দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একে এক বার্তায় তিনি বলেন, জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।

এর আগে শনিবার গুজরাটের রাজকোটে এক গেমিং জোনে অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হন।

news24bd.tv/ab