ব্রাজিলিয়ান হাঙ্গরের শরীরে কোকেন কেন?

হাঙ্গর

ব্রাজিলিয়ান হাঙ্গরের শরীরে কোকেন কেন?

অনলাইন ডেস্ক

ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে ধরা ১৩টি শার্পনোজ হাঙ্গরের শরীরে কোকেনের উপস্থিতি পেয়েছেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা। হাঙ্গরের পেশি ও লিভারে উচ্চ ঘনত্বের কোকেনের সন্ধান পেয়েছেন তারা। রিও ডি জেনিরোভিত্তিক অসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশনের গবেষকরা এই পরীক্ষা চালান।  

একই হাঙ্গরের মধ্যে বেনজয়লেকগোনাইনও শনাক্ত করা হয়েছে।

বেনজয়লেকগোনাইন কোকেন খাওয়ার সময় উৎপাদিত উপজাতগুলোর মধ্যে একটি।

১৩টি হাঙ্গরের মধ্যে ৩টি পুরুষ এবং ১০টি স্ত্রী হাঙ্গর রয়েছে, যার ভেতর ৫টি হাঙ্গর অন্তঃসত্ত্বা ছিল। হাঙ্গরগুলো ২০২১ এর সেপ্টেম্বর থেকে ২০২৩ এর অক্টোবর পর্যন্ত ধরা হয়েছে। হাঙ্গর থেকে নেওয়া নমুনায় কোকেনের ঘনত্ব অন্যান্য জলজ প্রাণীর তুলনায় ১০০ গুন বেশি পাওয়া গেছে।

আরও গবেষণার প্রয়োজন আছে জানিয়ে ওই গবেষণায় বলা হয়েছে, রিও ডি জেনিরো অঞ্চলে কোকেনের ব্যবহার বৃদ্ধি, অপার্যপ্ত নিষ্কাশন ব্যবস্থা সমুদ্রের পানিতে কোকেনের পরিমাণ বৃদ্ধিতে অন্যতম ভূমিকা পালন করেছে। শুধু ওই অঞ্চলেই নয়; বরং বিশ্বব্যাপী কোকেন ব্যবহারের মাত্রা পূর্বের তুলনায় বহুগুনে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছে গবেষণাপত্রটি।

সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম/আইএএম