প্লে-অফে ওঠার লড়াই জমিয়ে তুললো বেঙ্গালুরু 

সংগৃহীত ছবি

প্লে-অফে ওঠার লড়াই জমিয়ে তুললো বেঙ্গালুরু 

অনলাইন ডেস্ক

আইপিএলের এবারের আসরের শুরুর দিকে পয়েন্ট টেবিলের তলানির দিকেই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে দোর্দণ্ড দাপটে ঘুরে দাঁড়িয়েছে কোহলি-ডু প্লেসিরা। দলটি এখন আছে প্লে-অফ খেলার দ্বারপ্রান্তে।  

আজ রোববার (১২ মে) এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়েছে বেঙ্গালুরু।

এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এসেছে দলটি।

নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ বড় ব্যবধানে জিতলেই প্লে-অফের টিকিট পাবে এখনো আইপিএলের শিরোপা জিততে না পারা দলটি।

দিল্লির বিপক্ষে এদিন আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রানের পুঁজি পায় বেঙ্গালুরু।

দলটির হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রজত পতিদর। ৪১ রান আসে উইল জ্যাকসের ব্যাট থেকে। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন খলিল আহমেদ এবং রশিক সালাম।  

এরপর রান তাড়ায় নেমে ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে বসা দিল্লি থামে ১৪০ রান তুলে। ৫ বল বাকি থাকতেই অলআউট হয় দলটি। ভারপ্রাপ্ত অধিনায়ক অক্ষর প্যাটেলের ৫৭ রান শুধুই কমিয়েছে হারের ব্যবধান। বেঙ্গালুরু হয়ে ৩ উইকেট নিয়েছেন যশ দয়াল।

news24bd.tv/SHS