টসে জিতে কলকাতাকে বোলিংয়ে পাঠালো হায়দরাবাদ  

আইপিএল ফাইনাল

টসে জিতে কলকাতাকে বোলিংয়ে পাঠালো হায়দরাবাদ  

অনলাইন ডেস্ক

পর্দা নামতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের।  

সেই ফাইনালে আজ রোববার (২৬ মে) টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তবে টসে হেরে আগে ফিল্ডিং করতে নেমেও মন খারাপ হয়নি কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের।

তিনি জানিয়েছেন, টসে জিতলে আগে বোলিংই নিতেন তিনি।  

কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারাইন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুন চক্রবর্তী

সানরাইজার্স হায়দরাবাদ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, আইডেন মারক্রাম, নিতিশ রেড্ডি, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, থাঙ্গারসু নটরজন।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক