এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের অল্প পুঁজি

সংগৃহীত ছবি

এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের অল্প পুঁজি

অনলাইন ডেস্ক

চলমান নারী এশিয়া কাপের শুরুটা এলোমেলো হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ। এতে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালে খেলার পথ উন্মুখ হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলের। কিন্তু ফাইনালে ওঠার মিশনে আসরের প্রথম সেমিফাইনালে বড় পুঁজি দাঁড় করাতে পারেননি টাইগ্রেসরা।

শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজেরা। দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই প্যাভিলিয়নের পথ ধরেন দিলারা আক্তার (৬), মুর্শিদা খাতুন (৪), রুমানা আহমেদ (১), ইসমা তানজিম (৮), রাবেয়া খান (১)।

এরপর উইকেট মিছিলে যোগ দিয়ে দীপ্তি শর্মার বলে রিচার হাতে ক্যাচ দিয়ে দলীয় ৫০ পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফেরেন রিতু মণি।

শেষ দিকে স্বর্ণাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক জ্যোতি। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫১ বলে ৩২ রানে ধীরগতির ইনিংস সাজান টাইগ্রেস অধিনায়ক।  

শেষ পর্যন্ত রিতুর ১৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

news24bd.tv/কেআই