ফাইনালে ১১৩ রানেই অলআউট হায়দরাবাদ

উইকেট শিকারের পর উড়ছেন কলকাতার পেসার হর্ষিত রানা। ফাইনালে পুরো কলকাতা দলের প্রতিচ্ছবি যেন এটি

ফাইনালে ১১৩ রানেই অলআউট হায়দরাবাদ

অনলাইন ডেস্ক

কী কারণে যে টসে জিতে ব্যাটিংটা বেছে নিয়েছিলেন, সেটি মনে করে এখন হয়তো কপাল চাপড়াচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।

আজ রোববার (২৬ মে) আইপিএল ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১১৩ রানেই গুটিয়ে গেছে হায়দরাবাদের ইনিংস। আইপিএল ইতিহাসে ফাইনালে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড এখন এটি।  

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ব্যাটিংয়ের শুরু থেকেই ভুগেছেন হায়দরাবাদ ব্যাটাররা।

প্রথম দুই ওভারেই ফিরে যান হায়দরাবাদের দুই বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। অভিষেক ২ রানে ফেরেন মিচেল স্টার্কের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে। হেড গোল্ডেন ডাক নিয়ে ফেরেন বৈভব অরোরার বলে উইকেটের পেছনে রহমানুল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হায়দরাবাদ।

এইডেন মারক্রাম, নিতিশ রেড্ডি, হাইনরিখ ক্লাসেনরা দুই অংকের ঘরে গেলেও ইনিংস বড় করতে পারেননি। শেষে প্রচেষ্টা চালান অধিনায়ক কামিন্সও। তবে কলকাতার দুর্দান্ত বোলিংয়ের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি তিনিও। কামিন্সের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ রান। মারক্রাম করেন ২০ রান।  

কলকাতার হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। দুটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও হর্ষিত রানা।

news24bd.tv/SHS