কলকাতা ঝড়ে উড়ে গেল হায়দরাবাদ

কলকাতা ঝড়ে উড়ে গেল হায়দরাবাদ

অনলাইন ডেস্ক

উপকূলীয় অঞ্চলে চলছে 'রিমাল' তাণ্ডব। তার আঁচ ভারতের চেন্নাইতে এখনো না পড়লেও আইপিএল ফাইনালে হায়দরাবাদ পড়েছিল কলকাতা ঝড়ের মুখে। যে ঝড়ে রীতিমতো উড়ে গেছে দলটি। ৮ উইকেটের জয়ে তাদের উড়িয়ে তৃতীয় আইপিএল শিরোপা ঘরে তুলেছে কলকাতা।

  

আজ রোববার (২৬ মে) আইপিএলে একপেশে ফাইনাল দেখেছে বিশ্ব। টসে জিতে আগে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স পেসারদের তাণ্ডবে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস গুটিয়ে যায় ১১৩রানেই। আর সেই রান তাড়ায় নেমে ঝড় তোলেন কলকাতা ব্যাটাররা। ১০ ওভার ৩ বলেই দলটি পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।

হায়দরাবাদের দেওয়া মামুলী লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই সুনীল নারাইনের উইকেট হারায় কলকাতা। প্যাট কামিন্সকে প্রথম বলে ছক্কা মেরে দ্বিতীয় বলেই নিজের উইকেট দেন তিনি। এরপরের গল্পটা ভেঙ্কটেশ আইয়ারের। হায়দরাবাদ বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন তিনি। এরপর রহমানুল্লাহ গুরবাজের (৩৯ রান) উইকেট হারালেও অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন ৫২ রান করা ভেঙ্কটেশ। ৩ বলে ৬ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস।  

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ব্যাটিংয়ের শুরু থেকেই ভুগেছেন হায়দরাবাদ ব্যাটাররা। প্রথম দুই ওভারেই ফিরে যান হায়দরাবাদের দুই বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। অভিষেক ২ রানে ফেরেন মিচেল স্টার্কের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে। হেড গোল্ডেন ডাক নিয়ে ফেরেন বৈভব অরোরার বলে উইকেটের পেছনে রহমানুল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হায়দরাবাদ। এইডেন মারক্রাম, নিতিশ রেড্ডি, হাইনরিখ ক্লাসেনরা দুই অংকের ঘরে গেলেও ইনিংস বড় করতে পারেননি। শেষে প্রচেষ্টা চালান অধিনায়ক কামিন্সও। তবে কলকাতার দুর্দান্ত বোলিংয়ের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি তিনিও। কামিন্সের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ রান। মারক্রাম করেন ২০ রান।  

কলকাতার হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। দুটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও হর্ষিত রানা।

news24bd.tv/SHS