হামাসের সাথে লড়াইয়ের তীব্রতা কমানোর ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

তীব্র লড়াই শেষের দিকে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

হামাসের সাথে লড়াইয়ের তীব্রতা কমানোর ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

হামাসের সাথে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই শেষের দিকে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে, হামাসকে পুরোপুরি নির্মূল করার আগ পর্যন্ত যুদ্ধ চলবে বলেও জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

নেতানিয়াহু জানান, হামাসের সাথে যুদ্ধ শেষ হলে আমরা উত্তরে লেবানন সীমান্তে আমাদের সৈন্যদের নিয়োজিত করবো, যেখানে হিজবুল্লাহর সাথে লড়াই চরমে পৌঁছেছে।

আমরা এটি করবো প্রথমত আমাদের প্রতিরক্ষার জন্য এবং দ্বিতীয়ত আমাদের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য।  

হিজবুল্লাহর সাথে লড়াইয়ের সময় সীমান্ত থেকে অনেক পরিবারকে সরিয়ে এনেছে ইসরায়েল। এক প্রশ্নের জবাবে, নেতানিয়াহু বলেন, খুব শীঘ্রই হামাসের সাথে লড়াইয়ের তীব্রতা শেষ হবে। তবে যুদ্ধ চলতে থাকবে, গাজা উপত্যকাকে আমরা যেমন আছে তেমনভাবে ছেড়ে দিতে পারি না।

পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ কর্তৃক গাজা নিয়ন্ত্রণ করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন নেতানিয়াহু।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক