শিল্পকলায় শুরু আর্টিস্ট্রি ড্রিম ফটোগ্রাফি কার্নিভাল

শিল্পকলায় শুরু আর্টিস্ট্রি ড্রিম ফটোগ্রাফি কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী চিত্রশিল্পীদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা মূলক আয়োজন 'ওয়ে টু আর্টিস্ট্রি ড্রিম ফটোগ্রাফি এন্ড কালচারাল কার্নিভাল- সিজন সিক্স'।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই আয়োজনের মূল অংশ হিসেবে থাকছে সর্বমোট ৩৬১টি চিত্রকর্মের প্রদর্শনী। যার মধ্যে রয়েছে ১৬৬টি চিত্রাঙ্কন, ১১৭টি মোবাইল ফটোগ্রাফি ও ৭৮টি ডিএসএলআর ফটোগ্রাফি। প্রতি ক্যাটাগরি থেকে শীর্ষ ৩ জন করে মোট ৯ জনকে পুরস্কৃত করা হবে।

আয়োজনে অংশগ্রহণ করা চিত্রশিল্পীদের কন্টেন্টগুলোর সেগমেন্ট অনুযায়ী থাকছে আলাদা বিচারক। ফটোগ্রাফি বিভাগের জন্য এম. আমিনুর রহমান, রাশেদ মজুমদার ও চিত্রাঙ্কন বিভাগের জন্য কামাল উদ্দিন, মো. লোকমান হোসেন ও নাদিরা আক্তার থাকছেন বিচারক হিসেবে।

প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটির মূল আয়োজক চিত্রকর্ম বিষয়ক সংস্থা 'ফটোগ্রাফার্স ড্রিম বিডি' এর প্রতিষ্ঠাতা আফিফ চৌধুরী। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়েদ খান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেহেদি হাসান রনি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী এই কর্মশালায় অংশ নিয়েছেন। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

news24bd.tv/FA