‘আন্দোলনের পরেও বৈষম্যের শিকার পাহাড়ের ক্ষুদ্র-নৃগোষ্ঠী’

সংগৃহীত ছবি

‘আন্দোলনের পরেও বৈষম্যের শিকার পাহাড়ের ক্ষুদ্র-নৃগোষ্ঠী’

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনের পরেও বৈষম্যের শিকার পাহাড়ের ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা। ৫ আগস্টের পর সারাদেশের পরিবর্তন হয়েছে। কিন্তু আজও নিরাপত্তাহীনতায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা। এই বৈষম্যের অবসান চায় আদিবাসী সম্প্রদায়।

পাশাপাশি পাহাড়ে সেনাশাসনেরও অবসান চান তারা।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দীঘিনালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মিছিল ও সমাবেশ করে আদিবাসী সম্প্রদায়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করে শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি।

এসময় বক্তারা আরও বলেন, নানা সময়ে গুজবে ভর করে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়।

এর স্থায়ী সমাধানের পাশাপাশি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

news24bd.tv/JP