ভারতে ফার্মাসিউটিক্যাল প্লান্ট বিস্ফোরণে নিহত অন্তত ১৫

সংগৃহীত ছবি

ভারতে ফার্মাসিউটিক্যাল প্লান্ট বিস্ফোরণে নিহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক

দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রডাকশন প্লান্ট বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক। জেলা সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা কালেক্টর বিজয়া কৃষ্ণন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে প্লান্টে আগুন লাগে।

উদ্ধারকার্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অংশগ্রহণ করেছে। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্ধ্র প্রদেশের আনাকাপল্লী জেলায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান এস-সায়েন্টিয়া অ্যাডভান্সড সায়েন্সেস‘র ৪০একর জায়গাজুড়ে অবস্থিত একটি উৎপাদন ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেও জানান বিজয়া কৃষ্ণন।

তিনি আরো বলেন, বিস্ফোরণের সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

তবে এ বিষয়ে এস-সায়েন্টিয়া কম্পানি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত বছর আনাকাপল্লী জেলায় সাহিতি ফার্মার একটি ইউনিটে একটি সলভেন্ট রিঅ্যাক্টরে একই ধরনের অগ্নিকাণ্ডে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।

news24bd.tv/JP