ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় সারাদেশে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় সারাদেশে মানববন্ধন

অনলাইন ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার (২০ আগস্ট) সারাদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

পাশাপাশি এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে ডেস্ক রিপোর্ট।

নরসিংদী:
দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কার জনক হামলা ও ভাঙচুরের ঘটনায় নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মো. হৃদয় খানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ, সাবেক কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকার, কালের কণ্ঠের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, গ্লোবাল টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম মতি, এখন টিভির প্রতিনিধি রাকিবুল ইসলাম সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শরীয়তপুর :

বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা প্রত্যেক গণমাধ্যমের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন শরীয়তপুরের সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে এক আয়োজিত মানববন্ধনে এসব কথা জানায় তারা।

এ সময় বক্তব্য রাখেন, কালবেলার প্রতিনিধি মিরাজ শিকদার, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক রাজিব হোসেন রাজন, সময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইস্রাফিল , প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ প্রমুখ।

ঝিনাইদহ :

দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিনের সভাপতিত্বে ও কালের কণ্ঠ'র ঝিনাইদহ সংবাদদাতা অরিত্র কুণ্ডু সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক শারমিন সুলতানা, জেলা সমন্বয়ক মামুন, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবির, সাংবাদিক নেতা স্বপন মাহমুদসহ ঝিনাইদহের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

দিনাজপুর:

ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাংচুর ও গণমাধ্যমকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি বিভিন্ন মিডিয়ার উপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

উল্লেখ্য সোমবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়ায় অবস্থিত নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, ডেইলি সান, বাংলানিউজ২৪ ডটকম, রেডিও ক্যাপিটালে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুষ্কৃতিকারীরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউজ ও গাড়ি ভাংচুরসহ গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালায়।

চুয়াডাঙ্গা :

দেশের শীর্ষ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, এমএম আলাউদ্দিন, নাজমুল হক স্বপন, শাহ আলম সনি, রফিকুল ইসলাম, এমএ মামুন, জামান আখতার, জান্নাতুল আওয়লিয়া নিশি, হুসাইন মালিক ও মেহেরাব্বিন সানভী প্রমুখ।

ফরিদপুর :
নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, ক্যাপিটাল রেডিওসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।  
 
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় নাগরিক বার্তার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা পান্না, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, বাংলা ভিশন ও নয়াদিগন্তের প্রতিনিধি হারুন আনসারী, দৈনিক বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল, এনটিভি প্রতিনিধি সঞ্জিব দাস, আরটিভের জেলা প্রতিনিধি জাকির হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম হিমেল, সময় টিভির জেলা প্রতিনিধি সিকদার সজল, এস এ টিভির জেলা প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি জাহিদুর রহমান ইবু, গাজী টিভির জেলা প্রতিনিধি মনির হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি আক্তারউজ্জামান সুমন, নাগরীক টিভির জেলা প্রতিনিধি আজিজুল হক, ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক আবরার নাদিম ইতু, নিউজ ২৪ টিভির প্রতিনিধি খায়রুজ্জামান সোহাগ, বাংলা নিউজের প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো. নুর ইসলাম, সালথা-নগরকান্দার প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ, মানিক কুমার দাস, অপূর্ব অসীমসহ ফরিদপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

যশোর:

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ টোয়েন্টিফোর,বাংলাদেশ প্রতিদিন কালের কন্ঠসহ ৭টি প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে কর্মরত গণমাধ্যম কর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, বার বার সাংবাদ মাধ্যম ও সাংবাদিকরা দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছে। একটি মহল গণমাধ্যমের বাক স্বাধীনতা হরণ করছে। ফলে সাংবাদ মাধ্যম স্বাধীন ভাবে কাজ করতে পারছে না। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল শহীদ খান হিমেলের সঞ্চালনায়, আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়নের যশোরে সভাপতি মোনতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, যশোরে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক শিকদার খালিদ, যায়যায়দিন এর নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান মিলন,দৈনিক যুগান্ত ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, বাংলানিউজ জেলা প্রতিনিধি উত্তম কুমার ঘোষ,কালের কন্ঠ জেলা প্রতিনিধি ফিরোজ গাজী, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক নূর ইসলাম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত  সম্পাদক আমিনুর রহমান মামুন, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপিনাথ দাস, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি এ্যান্টনি দাস অপুসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

চাঁপাইনবাবগঞ্জ :

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছারাঙ্গা টিভির প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফয়সাল মাহমুদ, যমুনা টিভির প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি রফিকুল আলম, দেশ টিভির প্রতিনিধি তারেক রহমান, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।

বক্তাগণ, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অবস্থিত নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, রেডিও ক্যাপিটালসহ বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

নোয়াখালী:

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলার প্রতিবাদে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ সভা ও জেলা বিএনপির প্রতিবাদ ও শাস্তি দাবি। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলার প্রতিবাদে আজ দুপুর ১২ টায় নোয়াখালীতে জেলায় কর্মরত পিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছে পরে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি সহ বিএনপি নেতারা এ হামলার প্রতিবাদ ও শাস্তি দাবি করেছেন নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতি সভাপতিত্বে ও নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের পরিচালন স্থানীয় একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান সুজন কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামসুল হাসান মিলন বাংলা নিউজের ফয়জুল ইসলাম জাহান সাংবাদিক গাজী রুবেল ইকবাল হোসেন মজনু মুজাহিদুল ইসলাম সোহেল শাহজাহান কচি ও মাহবুবুর রহমান ও সালাউদ্দিন সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ এছাড়া সাংবাদিক, আইনজীবী বিএনপি নেতা, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।  

মানববন্ধনে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে হামলায় জড়িতদেত দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

রূপগঞ্জ:

দেশের সর্ববৃহৎ মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, বাংলা নিউজ, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল ও টি স্পোর্টস এ হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর মসিহ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনকিলাব ও বাংলাভিশনের প্রতিনিধি মো. খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি রাসেল আহমেদ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, ডেইলি সানের প্রতিনিধি এস এম শাহাদাত, সাংবাদিক নাজমুল হুদা (সংগ্রাম), মাহবুব আলম প্রিয় (খোলা কাগজ ও নাগরিক টিভি), জাহাঙ্গীর মাহমুদ (কালবেলা), আতাউর রহমান সানি (দেশ রূপান্তর), রিপন মিয়া (এশিয়ান টিভি), মাহমুদুল হাসান নয়ন (বঙ্গ টিভি), ফয়সাল আহমেদ ( মোহনা টিভি), রুবেল আহমেদ, শরীফ ভূঁইয়া, বিপ্লব হাসান, জিন্নাত হোসেন জনি (করতোয়া), তানজিলাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অবিলম্বে দোষীদের প্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি সাংবাদিকরা আহবান জানান।

ঝালকাঠি:

ইস্ট ওয়েস্ট মিডিয়া  কমপ্লেক্সে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সাংবাদিকের মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝালকাঠির সংবাদকর্মীরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপি এ মানবন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ দিয়ে বক্তব্য রাখেন। চলমাত্র পরিস্থিতিতে সারাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা মামলা ও লুটপাটের প্রতিবাদ জানান তারা।

বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও ডেইলি সান পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার প্রবীণ সাংবাদিক দুলাল সাহা, সময় টেলিভিশন প্রতিনিধি পলাশ রায়, সিনিয়র আইনজীবী ও সাংবাদিক নাসির উদ্দিন কবির, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ঝলকাঠি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি শাখার সভাপতি এমদাদুল হক স্বপন, ইনডেপিনডেন্ট টিভির প্রতিনিধি রহিম রেজা। মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।  

মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণ করে মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়াও দেশের সকল গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।  
  
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি কাজী সাব্বির হোসেন দিপু,সাবেক আহবায়ক মো. আতিকুর রহমান টিপু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ খোকা,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি লাবলু মোল্লা, নিউজ২৪ এর সেতু ইসলাম, এনটিভির মো. মাঈনউদ্দিন আহম্মেদ সুমন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রাজীবুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা,আমার সংবাদের জেলা প্রতিনিধি মো. জাফর মিয়া,দেশ টিভির সুমিত সরকার সুমন, দিপ্ত টিভির কায়সার সামির,চ্যানেল২৪ এর শুভ ঘোষ,বাংলা টিভির মো. রুবেল মাদবর, অনলাই পোর্টাল আমার বিক্রমপুরের মো. শিহাব আহমেদ,সাংবাদিক রাজীব হোসেন বাবু, আমির হোসেন সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার:

শীর্ষ স্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ (পিএলসি) এর অফিসে হঠাৎ দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে নারকীয় তাণ্ডবের প্রতিবাদে মৌলভীবাজার কর্মরত গণমাধ্যমের সাংবাদিকবৃন্দরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

প্রায় আধাঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের পরিচালনায়  বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশি ইকবাল আহমদ, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক শ ই সরকার জবলু, চ্যানেল টুয়েন্টি ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রব, দীপ্ত নিউজ ডটকমের সম্পাদক দরুদ আহমদ,বাংলানিউজ টুয়েন্টিফোরডটকমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, এস এ টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি বায়তুল আলী, মুক্তবার্তা ডটকমের সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সিলেট মিরর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফ আলী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আলী প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক এশিয়া বাণী পত্রিকার জেলা প্রতিনিধি ময়নূল চৌধুরী, স্থানীয় দৈনিক মৌমাছির কন্ঠ পত্রিকারর প্রতিনিধির বিশ্বজিৎ কর, দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি রুপক কান্তি ধর, আমীর হোসেন, মনজু বিজয় চৌধুরী প্রমুখ।

সিরাজগঞ্জ:

বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও সংবাদ কর্মীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীরা ও শিক্ষার্থীরা।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত।

এ সময় প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক এস, এম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন বাবু, আমিনুল ইসলাম ও আব্দুস সামাদ সায়েম প্রমুখ।

বক্তারা ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সময় সাহস করে নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ ও বাংলানিউজসহ ইস্টওয়েস্ট মিডিয়ার সব মিডিয়ায় একযোগে পুলিশ কর্মকর্তা বেনজীর আহম্মেদসহ বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠটা প্রমাণ করতে সক্ষম হয়। কিন্তু সোমবার এই সাহসী মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় জাতি হতবাক। হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  

শেরপুর :

‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে  নিউজ২৪ টেলিভিশনসহ সাতটি গণমাধ্যমে হামলা-ভাংচুর ও দেশের বিভিন্ন গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম আজফার বাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল, দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ, মোহনা টিভি ও কালেরকণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের রহমান, মানবাধিকার সংগঠন আমাদের আইন, শেরপুর জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে দৈনিক জনতার জেলা প্রতিনিধি জিএইচ হান্নান, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি জয়ন্ত কুমার দে, চ্যানেল২৪ টিভির ক্যামেরাপারসন নাঈম তালুকদার, দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, জেলা রক্ত সৈনিকের সভাপতি মেহেদী হাসান শামীমসহ জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা  অংশ নেন।

এ সময় বক্তারা নিউজ ২৪ টেলিভিশনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

নাটোর:

নাটোরে দেশের  শীর্ষ স্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের সকল গণমাধ্যম কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।

মানববন্ধনে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সবাই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও কালেক প্রতিনিধি রেজাউল করিম রেজা, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান , সাবেক সভাপতি বিটিভি প্রতিনিধি জালাল আহম্মেদ, ইউনিক প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ , ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর'র নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম, এস এ টিভির নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল, গণমাধ্যকর্মী রফিকুল ইসলাম নান্টু ও গোলাম রাব্বানী সহ অনেকে।

মাদারীপুর:

ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ। মঙ্গলবার দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি বেলাল রিজভীর সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ ইমন, কালেরকণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ওয়াহিদুজ্জামান কাজল। চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন তামিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক মাহাবুবর রহমান বাদল, সুবল বিশ্বাস, এম আর মর্তুজাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বিক্ষোভ ও মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/কেআই